কলকাতা ব্যুরো: আবারও শারীরিক অবস্থার অবনতি তরুণ মজুমদারের৷ সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালক। ওষুধে সাড়া দিলেও আশঙ্কা পিছু ছাড়ছে না কোনওভাবেই। আচ্ছন্নভাব থাকলেও তা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে।

শুক্রবার তাঁর ডায়ালিসিস হয়েছে প্রায় দু‘ঘণ্টা ধরে। শনিবার তরুণ মজুমদারের ডায়ালিসিস আর হবে না বলে হাসপাতাল সূত্রে খবর। বয়সের কারণে নবতিপর শিল্পীর ডায়ালিসিস করাতে ভয় পাচ্ছেন চিকিৎসকরা। সবমিলিয়ে চিকিৎসায় সাড়া দিলেও একাধিক জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে, সেটা বলা যাবে না।

জানা গিয়েছে, রক্তচাপ আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে তরুণ মজুমদারের। রক্ত দিতে হচ্ছে তাঁকে। রাইস টিউবের সাহায্যেই এখনও খাচ্ছেন বর্ষীয়ান পরিচালক। তবে জ্ঞান থাকলেও মুখে একাধিক নল থাকায় কথা বলতে পারছেন না তিনি। ইশারায় নিজের বক্তব্য বোঝাতে পারছেন তিনি।

সম্প্রতি অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি বছর বিরানব্বইয়ের এই পরিচালক। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। বর্ষীয়ান এই পরিচালকের কিডনিজনিত সমস্যা রয়েছে। তাছাড়া রয়েছে ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যাও। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। যে কমিটিতে রয়েছেন চিকিৎসক সোমনাথ কুন্ডু, সৌমিত্র ঘোষ, সরোজ মণ্ডল, বিমান রায়ের মতো চিকিৎসকেরা। তবে মূলত নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরীর তত্ত্বাবধানেই রয়েছেন তরুণ মজুমদার।

Share.

1 Comment

  1. Pingback: তরুণ মজুমদারের স্বাস্থ্যের অবনতি

Leave A Reply

Exit mobile version