এক নজরে

মাত্র ৩৯ টাকায় দেড় ঘন্টা গঙ্গাবক্ষে ভ্রমণ

By admin

September 28, 2020

কলকাতা ব্যুরো : (প্রতীকী ছবি) মাত্র ৩৯ টাকায় দেড়ঘন্টা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবেন। পর্যটনের এই নয়া পরিকল্পনা রাজ্য পরিবহণ নিগমের নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ বলে জানাচ্ছেন নিগমের আধিকারিকরা। অক্টোবর থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা।

কলকাতার অতীত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে জানানোর জন্য এই ব্যবস্থা। মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু হয়ে বাগবাজার সংলগ্ন মায়ের ঘাট, নিমতলা ঘাট, আর্মেনিয়ান ঘাট হয়ে মিলেনিয়াম পার্ক জেটিতে শেষ হবে এই জলপথে ভ্রমণ। নদীর দুধারে ছড়িয়ে থাকা ঘাটের গল্প শোনাবেন সফরসঙ্গী ট্যুর গাইড।

ভেসেল এর মধ্যেই থাকবে খাবার এবং পানীয় বিক্রির ব্যবস্থা। সাউন্ড সিস্টেমে মৃদুলয়ে শোনা যাবে রবীন্দ্রসঙ্গীত। জলপথের ছবি ও নিজস্বী তোলার জন্য আলাদা করে ঘেরা জায়গার ব্যবস্থা থাকছে। শৌচাগার থাকবে।

দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিদিন দু’ঘণ্টা অন্তর লঞ্চ যাত্রা। শুরু হবে বাগবাজার সংলগ্ন মায়ের ঘাট দিয়ে। সারদা দেবীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নিমতলা ঘাট শ্মশান ছাড়াও কাছাকাছি রয়েছে একাধিক মন্দির, আর্মেনিয়ান, ফেয়ারলি ঘাট। চাঁদপাল ঘাটকে ঘিরে রয়েছে ঔপনিবেশিক সময়ে বিভিন্ন ঘটনার ইতিবৃত্ত। রাজ্য পরিবহণ নিগমের এক আধিকারিক জানান, শহরের ঐতিহ্যকে জনপ্রিয় করতেই এই সফরের পরিকল্পনা।