এক নজরে

Varun Singh: কুন্নুরের কপ্টার দুর্ঘটনায় প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

By admin

December 15, 2021

কলকাতা ব্যুরো: গত বুধবার থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। কিন্তু শেষরক্ষা হল না। আট দিনের লড়াই শেষে অবশেষে হাসপাতালে প্রাণ হারালেন তিনি। ভারতীয় বায়ু সেনার তরফে বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে। গত বুধবার এমআই-১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জন। তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ১৪ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। এবার তাঁর লড়াইও শেষ হলো।

জানা গিয়েছিল, কপ্টার দুর্ঘটনায় শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল তাঁর। প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল গ্রুপ ক্যাপ্টেনকে। পরে উন্নততর চিকিৎসার জন্য বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সে সময় অবশ্য তাঁর ছেলে জানিয়েছিলেন, বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হলেও স্থিতিশীল ছিলেন। পরে তাঁদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইশান আর জানিয়েছিলেন, আমি কর্নেল কেপি সিংয়ের (বরুণ সিংয়ের বাবা) সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন, ওঁর ছেলে একজন যোদ্ধা এবং সে তার যুদ্ধে বিজয়ী হয়েই ফিরে আসবে। কিন্তু বাবার স্বপ্নপূরণ হল না।

গ্রুপ ক্য়াপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে লিখেছেন, ওঁর প্রয়াণে আমি মর্মাহত। দেশের প্রতি ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে রইবে। তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইলো।

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুর খবর পেয়ে টুইটারে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।