কলকাতা ব্যুরো : গতকাল রাতে বারাবনির ভানোড়া খোলা মুখ কয়লা খনির মজুত কয়লায় লেগে যায় l জল দিয়ে কর্তৃপক্ষ আগুন নেবা বার চেষ্টা করলেও প্রচুর কয়লা জ্বলে নষ্ট হয়ে যায় l ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন শ্রীপুরের জি, এম মুকেশ জোশি ও ভানোড়ার জি, এম সজিত চক্রবর্তী l ভানোড়ার এজেন্ট অনিল সিনহা জানান করোনার জন্য কয়লা বিক্রি কমে যাওয়ায় কয়লার স্টক বেড়েছে l ফলে গরমে আগুন লেগেছে l আমরা জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছি l আগুনে ছবি তুলতে গিয়ে হেনস্থা হন কলকাতা361 এর চিত্রসাংবাদিক মনোজ শর্মা l
Previous Articleরক্তাক্ত ইসরাইল…..
Next Article গাজা উপত্যকা দখলে ইসরাইল
Related Posts
Add A Comment