কলকাতা ব্যুরো: বেলেঘাটার নাইসেডে বুধবার সকালে শুরু হলো করোনার তৃতীয় দফার ভ্যাকসিন পরীক্ষার কাজ। এদিন সকালে রাজ্যপাল জাগদীপ ধানকার নাইসেড এ গিয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এখানে তৃতীয় দফার ভ্যাকসিন পরীক্ষা করা হবে এক হাজার জন স্বেচ্ছাসেবকের উপরে। এখানে আজ প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে ভ্যাকসিন নেবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারপরে কাল থেকে সব স্বেচ্ছাসেবকের উপরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

যারা স্বেচ্ছাসেবক হিসেবে ভ্যাকসিন নিজেদের শরীরে নেবেন তাদের উপরে এরপরে নজরে রাখবে নাইসেড। তাদের শরীরে ওই ভ্যাকসিনের কি প্রতিক্রিয়া হয়, তা খতিয়ে দেখা হবে নাই সেডের তরফে। নাইসেড সূত্রে জানা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের বাছা হয়েছে কতগুলি শর্ত দিয়ে। প্রথমত তাদের সকলের বাড়ি হতে হবে বেলেঘাটার এই ভবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে। দ্বিতীয়ত তাদের করোনা হয়নি তা নিশ্চিত হতে হবে। একইসঙ্গে তাদের অন্যান্য কি কি রোগ তাদের রয়েছে তাও পরীক্ষা করা হবে। অবশ্যই স্বেচ্ছাসেবকদের সকলের বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে।