কলকাতা ব্যুরো: ভ্যাকসিন এসে যাওয়া মানে করোনা বিদায় নয়। স্পষ্ট করে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর অধিকর্তা বলেছেন, কোনোভাবেই এটা মনে করলে তা ভয়ানক ভুল হবে, ভ্যাকসিন এসে যাচ্ছে, ফলে করোনা কে উপেক্ষা করা যায়। বরং ভ্যাকসিন এসে যাচ্ছে, এই ভাবনাটা একটা অন্ধকারের মধ্যে সূক্ষ্ম আলোর রেখা হিসেবেই ভাবা যেতে পারে। কিন্তু ভ্যাকসিন আসা মানেই করোনা শেষ হয়ে যাওয়া নয়। করোনা নিয়ে এই ভাবেই বিশ্বকে সচেতন করতে চাইছে হু।

যেভাবে দেশে দেশে এখনও হাসপাতালগুলিতে করোনা রোগীর ভিড় হচ্ছে, যেভাবে আইসিইউ-তে করোনা রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে, তাতে করোনা এখনই কাটছে না এটা স্পষ্ট। তাই ভ্যাকসিন বাজারে এলেও করোনার সঙ্গে লড়াইয়ের জন্য মানুষকে সচেতন থাকতে হবে বলে সতর্ক করছে হু। বিশ্বে যেভাবে করোনা মানুষ মেরে চলেছে তাতে এখনো তার সঙ্গে লড়াইয়ের জন্য সব রকম প্রস্তুতি রাখতে গোটা বিশ্বকেই বার্তা হু অধিকর্তার। করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে ১.৫ মিলিয়ন মানুষ মারা গিয়েছে। ফলে গোটা পৃথিবীর অর্থনীতি প্রবল ক্ষতির মুখে পড়েছে। তাই কোনভাবেই এখনো করোনাকে পাশ কাটানোর বা তাকে খাটো করে দেখার সুযোগ নেই। তাহলে আরো চরম মূল্য দিতে হবে বিশ্বকে।

Share.
Leave A Reply

Exit mobile version