এক নজরে

নাবালকদের সঙ্গে ঘনিষ্ঠ পর্ণ ছবি আপলোড করে সিবিআইয়ের হাতে ধৃত ইঞ্জিনিয়ার

By admin

November 18, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) পেশায় তিনি জুনিয়ার ইঞ্জিনিয়ার। উত্তরপ্রদেশ সরকারের কর্মী। কিন্তু তার আরেক পেশা নাবালকদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ভিডিও তৈরি করে পর্ন আপলোড করা ওয়েবে। এমনই এক ঘৃণ্য কা জে যুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার রাম ভবনকে গ্রেপ্তার করলো সিবিআই। তার কাছ থেকে নগদ আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। উদ্ধার হয়েছে ল্যাপটপ, ক্যামেরা সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি। ধৃতের ইমেইল পরীক্ষা করে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, নাবালকদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তৈরি করে, তা ক্লাউডে আপলোড করে মোটা টাকা গত ১০ বছর ধরে রোজগার করছিল রাম ভবন। এই ঘটনায় তার সঙ্গে জড়িতদের খোজেওও তল্লাশি চালাচ্ছে সিবিআই।

সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর জানতে পারে, উত্তরপ্রদেশের চিত্রকূট, বান্দা, হামিরপুর, প্রয়াগরাজ সহ বিভিন্ন জেলায় খুঁজে খুঁজে ৫ থেকে ১৬ বছর বয়সের ছেলে মেয়েদের সঙ্গে ভাব জমাত এই দুষ্কৃতী। তারপরে তাদের সঙ্গে বিভিন্ন ভাবে মেলামেশা করার সুযোগ খুঁজ তো। এমনকি তারা যাতে মুখ না খোলে সে কারণে তাদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ কাউকে কাউকে দামি উপহার দিয়ে গত ১০ বছর ধরে এভাবেই জুনিয়ার ইঞ্জিনিয়ার চালিয়ে যাচ্ছিল পর্ন ব্যবসা। উত্তরপ্রদেশে বসেই সেই পর্ন ছবি আপলোড করে কমাচ্ছিল লক্ষ লক্ষ টাকা।

মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে পাঠানো হয়। তাকে আরো বেশি জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই।