এক নজরে

Uttarakhand Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

By admin

February 22, 2022

কলকাতা ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি গাড়ি। মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে।

ঠিক কী হয়েছিল? কুমায়ূনের পুলিশ কর্তা নীলেশ আনন্দ ভারনে জানিয়েছেন, ওই গাড়িটি একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। সেই সময়ই চম্বাবত জেলার সুখিঢাং রিঠা সাহিব রোডের কাছে একটি খাদে সেটি পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, উত্তরাখণ্ডের চম্পাবতে ঘটনা দুর্ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে আমি তাঁদের পরিজনকে আমার শোক-সমবেদনা জানাই। স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য চালাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এই ধরনের আরও দু’টি দুর্ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডে। বাগেশ্বর জেলায় হওয়া একটি দুর্ঘটনায় ৫ জন বাঙালি পর্যটকের মৃত্যু হয়। আহত হন ১৫ জন। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।

এছাড়াও আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন বহু। সেবারও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছিলেন। আহতদের দেওয়া হয়েছিল ৫০ হাজার টাকা করে।