কলকাতা ব্যুরো: ইউ পি এস সি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে পূর্বঘোষণা মত ৪ অক্টোবর এই পরীক্ষা নেওয়া হবে। যাদের এবছরেই শেষ পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, সেই পরীক্ষার্থীদের জন্য আলাদা করে কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে কেন্দ্রকে ভাবনা চিন্তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

রাজ্যগুলিকে পৃথকভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে গাইডলাইন তৈরি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল। পরীক্ষার্থীরা যাতে এডমিট কার্ড সময়মতো পেয়ে যান এবং পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি হোটেলে থাকতে পারেন তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। কোন করোনা আক্রান্ত পরীক্ষার্থীকে এবার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে না। একটি সেন্টারে ১০০ র বেশি পরীক্ষার্থীকে বসানো যাবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে নতুন করে প্রয়োজনীয় গাইডলাইন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়ার জন্য নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। তবে কোন ও পরীক্ষার্থী যদি পরীক্ষাকেন্দ্র বদল করার আর্জি জানান সেক্ষেত্রে সুযোগ থাকলে তা করার জন্য ইউপিএসসিকে পদক্ষেপ করতে বলল সুপ্রিম কোর্ট। যদি কোন পরীক্ষার্থীর করোনা হয় এবং তাদের এ বছরই ইউপিএসসি তে বসার বয়স পেরিয়ে যায়, তাদের জন্য শুধুমাত্র পরবর্তীতে একটা সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে পরিকল্পনা করতে বলল সুপ্রিম কোর্ট।

Share.
Leave A Reply

Exit mobile version