কলকাতা ব্যুরো: জাতপাতের ধুয়ো তুলে উত্তরপ্রদেশের মানুষকে ছোট করেছে একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার সেই উত্তরপ্রদেশই ২০২৪-এর রাস্তা তৈরি করে দিল। উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর বৃহস্পতিবার এই ভাষাতেই আগামী লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চার রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জয়জয়কার গেরুয়া শিবিরের। বিকেলের মধ্যে রেজাল্ট পরিষ্কার হয়ে যাওয়ার পরই এদিন সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যের ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বলেন, আজ গণতন্ত্রের উৎসবের দিন। আজ থেকেই শুরু হোক আগাম হোলি।

একনজরে দেখে নেওয়া যাক ৫ রাজ্যের ফলাফল:

উত্তরপ্রদেশের ফলাফল (মোট আসন- ৪০৩)

BJP- ২৭১

SP- ১২৭

INC- ২

BSP- ১

Others- ২

পঞ্জাবের ফলাফল (মোট আসন- ১১৭)

AAP- ৯২

INC- ১৮

SAD- ৪

BJP- ২

Others- ১

উত্তরাখণ্ডের ফলাফল (মোট আসন- ৭০)

BJP- ৪৭

INC- ১৯

AAP- ০

UKD- ০

Others- ৪

মণিপুরের ফলাফল (মোট আসন- ৬০)

BJP- ৩২

NPP- ৭

iNC- ৫

NPF- ৫

Others- ১১

গোয়ার ফলাফল (মোট আসন- ৪০)

BJP- ২০

INC- ১২

AAP- ২

TMC- ২

Others- ৪

এদিন উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির বিপুল জয়কে ‘স্ত্রী শক্তির জয়’ বলেন মোদী। তাঁর কথায়, কোটি কোটি মা-বোনেরা আমাদের সুরক্ষাকবচ। তাঁদের সমর্থন আমাদের আশীর্বাদ। দেশের মহিলা মহল বিজেপিকেই ভরসা করে। তিনি আরও বলেন, যেখানে যেখানে বেশি সংখ্য মহিলা ভোট দিয়েছেন, সেখানেই বিজেপির জয় হয়েছে। এরপরেই ২০২৪ লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেন নরেন্দ্র মোদী। বলেন, ২০২২ সালের উত্তর প্রদেশ ২০২৪-এর রাস্তা দেখিয়ে দিল।

Share.
Leave A Reply

Exit mobile version