কলকাতা ব্যুরো: একুশের কলকাতা পুরভোটে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক ৷ কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে ৷ যদিও কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে গেরুয়া শিবির আদালতে গেলেও কলকাতা হাইকোর্ট পুরভোটের দায়িত্ব দিয়েছে রাজ্য পুলিশের কাঁধেই ৷ অথচ ভোটের আগেই চাঞ্চল্যকর ছবি ধরা পড়লো বুথের সিসিটিভি ক্য়ামেরায় ৷ সিসিটিভি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, কেউ বা কারা ৩৬ নং ওয়ার্ডের বুথের ক্যামেরাগুলি ঢেকে দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিও সামনে এনেছেন।
এছাড়াও রবিবার বেলা গড়াতেই কলকাতা পুরসভার একাধিক বুথ থেকেই সিসিটিভি ক্যামেরা বিকল করার অভিযোগ আসতে থাকে। ৬৭ নম্বর ওয়ার্ডে ক্যামেরা বিকল করে দেওয়ার ছবি সামনে আসে। তবে কর্মরত পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ বিরোধী প্রার্থীদের। তবে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে বিরোধীরা হেরে যাওয়ার ভয়েই এসব নাটক শুরু করেছে।
পাশাপাশি এদিন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের সেন্ট জনস ডায়োসেশন হায়ার সেকেণ্ডারী স্কুলের বাইরে ব্যাপক বেআইনি জমায়েতের ছবি সামনে আসে।
বিরোধী প্রার্থীদের দাবি পুলিশকে বারবার এই বিষয়ে বলা হলেও পুলিশ তাতে কান দেন নি।