কলকাতা ব্যুরো: নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শনি ও রবিবার নাগাল্যান্ডে সেনার গুলিতে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে ৷ এই খবর সামনে আসতেই উত্তাল গোটা দেশের রাজনীতি ৷ সরব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সোমবার এই নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ পরে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
লোকসভায় তিনি জানান, নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গি আছে বলে খবর পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী ৷ সেই কারণে অভিযান চলে ৷ সেই সময় ঘটনাস্থলে একটি গাড়ি পৌঁছায় ৷ সেটি আটকানোর চেষ্টা করা হয়। অমিত শাহের দাবি, গাড়ি থামেনি বরং দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তখন আশঙ্কা করা হয় যে ওই গাড়িতে জঙ্গি রয়েছে। তাই গুলি চালানো হয়। ওই গাড়িতে ৮ জন ছিলেন ৷ তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয় ৷ তিনি জানিয়েছেন, পরে ভুল পরিচয়ের বিষয়টি জানা যায় ৷ আহত দু’জনকে সেনাই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷
অমিত শাহ আরও জানান, এই ঘটনা সামনে আসার পর স্থানীয় মানুষ সেনার ছাউনি ঘিরে ফেলে ৷ সেনার দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ হামলা করে ৷ এতে সুরক্ষা বলের এক সেনার মৃত্যু হয় ৷ একজন আহত হন ৷ আত্মরক্ষার স্বার্থে ও ক্ষিপ্ত জনতাকে ঘটনাস্থল থেকে সরাতে সেনাকে গুলি চালাতে হয় ৷ এতে আরও সাতজনের মৃত্যু হয়েছে ৷ কয়েকজন আহত হন ৷ এরপর তিনি জানান, স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে ৷ এখন পরিস্থিতি থমথমে, তবে নিয়ন্ত্রণে রয়েছে ৷ তদন্তের দায়িত্ব সেখানকার ক্রাইম পুলিশ স্টেশনকে দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে ৷ একমাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
পাশাপাশি তিনি লোকসভাকে অবগত করেন যে, রবিবার প্রায় আড়াইশো মানুষ অসম রাইফেলের ছাউনি ঘিরে ধরে, অগ্নিসংযোগ করে। সেই কারণে অসম রাইফেল গুলি চালাতে বাধ্য হয়। তাতে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে আরও সেনা মোতায়েন করা হয়েছে ৷ সেনার তরফে বিবৃতি জারি করে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে ৷ সেনার তরফেও এই ঘটনা নিয়ে শীর্ষ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে ৷ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী নাগাল্যান্ডের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই দিকে নজর রাখা হবে বলে লোকসভায় আশ্বস্ত করেছেন অমিত শাহ।