কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় বাজেট ঘিরে আমজনতার আগ্রহ তুঙ্গে। তবে দুটো বিষয় নিয়েই আগ্রহ তুঙ্গে। সাধারণ মানুষ জানতে চায় আয়করে ছাড় মিলল কিনা আর সস্তা হল কোন সরঞ্জাম, কোন দ্রব্যেরই বা বাড়ল দাম। ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে মিললো না ছাড়। যা নিয়ে কার্যত হতাশ মধ্যবিত্ত। তবে আমদানি-রপ্তানি শুল্কে রদবদল হওয়ায় নিত্য প্রয়োজনীয় বেশকিছু জিনিস সস্তা হতে পারে। কী রয়েছে সেই তালিকায়?
সস্তা হচ্ছে
দাম বাড়ছে
একনজরে বাজেট ২০২২