কলকাতা ব্যুরো: সালানপুরের মিলাকলা সংলগ্ন বাইপাসের রাইস মিলের পিছনে রেল লাইনের পাশ থেকে এক যুবকের দেহ উদ্ধার হলো। দেহ ক্ষতবিক্ষত, উলঙ্গ অবস্থায় যুবকের পরিচয় জন যায়নি। প্রায় দশ দিনের পুরোনো মৃতদেহ বলে মনে করছে পুলিশ।বৃহষ্পতিবার সকালে জঙ্গলের দিকে স্থানীয় কিছু মানুষ গিয়েছিলো। সেই সময় জঙ্গলে থেকে প্রচুর দুর্গন্ধ পাওয়ায় খুঁজতে গিয়ে দেখেন ক্ষতবিক্ষত অবস্থায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সালানপুর থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বয়স প্রায় কুড়ি, তার শরীরের কিছু অঙ্গ নেই। পুরো শরীরে পোকা লেগে রয়েছে।