এক নজরে

উমর খলিদকে থানায় তলব

By admin

September 03, 2020

কলকাতা ব্যুরো: গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে দাঙ্গার ঘটনায় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা উমর খালিদকে বুধবার জিজ্ঞাসাবাদ করলো দিল্লি পুলিশ। দিল্লির সান লাইট থানায় থাকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।উমর খালিদকে এর আগেও দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল অন্য একটি গোলমালের অভিযোগে। এদিন ক্রাইম ব্রাঞ্চ তাকে জিজ্ঞাসাবাদ করে।গত ২৪ ফেব্রুয়ারি ওই দাঙ্গার ঘটনায় ৫৩ জন মারা যান o ২০০ র বেশি মানুষ ওই ঘটনায় জখম হয়েছিলেন।