কলকাতা ব্যুরো: উত্তর পূর্ব দিল্লির দাঙ্গার ঘটনায় জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। টানা ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। দিল্লির ঘটনায় মূল চক্রান্তকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনও।
তার বিরুদ্ধে অভিযোগ, আপের এক কাউন্সিলরের সঙ্গে তিনি শাহিনবাগে উস্কানি ছড়িয়ে ছিলেন। উমর খালিদকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয়েছে।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article করোনা আবহে আজ শুরু হলো সংসদের বাদল অধিবেশন