এক নজরে

#RussiaUkraine: খারকিভে নৃশংস রুশ হামলায় মৃত ৩৪ সাধারণ নাগরিক

By admin

March 03, 2022

কলকাতা ব্যুরো: ইউক্রেনে যুদ্ধের উত্তাপ ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খারকিভের লড়াইয়ে রাশিয়ার গোলার আঘাতে ইউক্রেনের কমপক্ষে ৩৪ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে ইউক্রেন প্রশাসন। যুদ্ধের জেরে মারিউপোল শহরে জল আর বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

সব মিলিয়ে গত তিন দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলার সংখ্যা বেড়েছে। ইউক্রেনের খারকিভ, চেরনিহিভ এবং মারিউপোল এখনও ইউক্রেনের হাতেই আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই দাবি করেছে ব্রিটেন। যুদ্ধে রাশিয়ারও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, এতদিন একথা স্বীকার করেনি মস্কো। কিন্তু, গত সপ্তাহে তারা জানিয়েছে, হামলা চালাতে গিয়ে প্রায় ৫০০ রুশ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১,৬০০ রুশ সেনা।

যদিও রাশিয়ার দাবি, প্রায় সাত হাজার রুশ সেনা গত বৃহস্পতিবার থেকে এখনও অবধি এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। কিন্তু, ইউক্রেনের কতটা ক্ষতি এই যুদ্ধে হয়েছে? মানে, কতজন ইউক্রেন সেনার প্রাণ গিয়েছে? তা নিয়ে মুখ না-খুললেও ইউক্রেনের দাবি, তাদের অন্তত ২,০০০ সাধারণ নাগরিক রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন।

এর মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলো ভারত। ইউক্রেনে রাশিয়ার হামলা এবং পড়ুয়াদের ইউক্রেন থেকে ভারতে ফেরানো নিয়ে পরামর্শদাতা কমিটিকে বিবরণ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ২১ সদসস্যের এই কমিটির বৈঠকে নেতৃত্ব দেন জয়শংকর নিজেই। ছ’টি দলের ৯ সাংসদ বৈঠকে অংশ নেন। তার মধ্যে বিরোধীরাও ছিলেন। বৈঠকে বিরোধীরাও ইউক্রেনের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে সমর্থন করেন।

ইতিমধ্যে ইউক্রেনে রুশ হানায় গণহত্যা এবং মানবতার হত্যার অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের আইনজীবী তদন্ত শুরু করেছেন। করিম খান নামে ওই আইনজীবীর দাবি, তাঁকে এই আদালতের একডজনেরও বেশি সদস্য রাশিয়ার হামলার ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তার প্রেক্ষিতেই তিনি বিচারপতিকে জানিয়ে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন।

তবে উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। এর আগেই রাষ্ট্রসংঘের বিভিন্ন স্তরে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এসেছে। কিন্তু, ভারত সেই প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নেয়নি। এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে এক ভোটাভুটি হল। জানা গিয়েছে, এই জরুরি অধিবেশনে রাষ্ট্রসংঘের সদস্যরা দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানায়। একইসঙ্গে, রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিও সমর্থন করে। কিন্তু, ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি। একইসঙ্গে অবশ্য ইউক্রেন সমস্যা বৈঠক এবং কূটনৈতিক প্রক্রিয়ায় মেটানোর ওপরও জোর দিয়েছে নয়াদিল্লি।