কলকাতা ব্যুরো: যুদ্ধের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবারই ইউক্রেনের একটি থিয়েটার তছনছ হয়ে গিয়েছে রাশিয়ান মিসাইলে ৷ যেখানে আশ্রয় নিয়েছিল বহু ছোট ছোট ছেলেমেয়ে ৷ হামলার হাত থেকে রেহাই পায়নি হাসপাতাল, রেসিডেন্সিয়াল এলাকাগুলিও ৷ তেমনই এক হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। ৬৭ বছরের ওকসানা শিল্পে ইউক্রেনের সর্বোচ্চ নাগরিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ৷
রাজধানী কিভের একটি অভিজাত আবাসনে থাকতেন ওকসানা। শুক্রবার রাতে সেই আবাসনেই হামলা চালায় রুশ সেনারা। আবাসনে আছড়ে পড়ে রকেট। আর তাতেই মৃত্যু হয়েছে ইউক্রেনের বিখ্য়াত অভিনেত্রী ওকসানার। ওকসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর থিয়েটার গ্রুপ ‘ইয়ং থিয়েটার’। বিবৃতিতে লেখা ছিল, কিভের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রকেট শেলিংয়ের কারণে ইউক্রেনের শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন। ওকসানা ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মান ‘অনার আর্টিস্ট অফ ইউক্রেন’ পুরস্কারে ভূষিত হন ৷
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ৷ ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে লড়তে রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে রিপাবলিক অফ ডোনেটস্ক এবং লুহানস্ক ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৬০০ সাধারণ নাগরিক নিহত এবং ১০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।