এক নজরে

স্কুল কলেজ খোলার আচরণবিধি প্রকাশ করলো ইউজিসি

By admin

November 06, 2020

কলকাতা ব্যুরো : করোণা পরিস্থিতিতে এতদিন পর্যন্ত দেশের স্কুল-কলেজ সবকিছুই বন্ধ ছিল। আনলক পর্ব শুরু হলেও খোলেনি স্কুল ও কলেজ। কিন্তু গতকাল করোণা পরিস্থিতিতে বন্ধ স্কুল কলেজ খেলার বিষয়ে আচরণবিধি প্রকাশ করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সাহায্যপ্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস খোলার বিষয়টি সংশ্লিষ্ট প্রধানের সিদ্ধান্তের উপরে ছাড়া হয়েছে। তবে রাজ্যের বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস রাজ্য সরকারের উপর নির্ভর করবে বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে।

মাস্ক পরা পারস্পরিক দূরত্ব বৃদ্ধি মেনে চলা ইত্যাদি আচরণবিধি কলেজ-বিশ্ববিদ্যালয়ে মানতে হবে বলে জানা গেছে। যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি কনটেইনমেন্ট জোন এর মধ্যে আছে সেগুলি এখনই খুলছে না। যে সমস্ত বাসিন্দারা কনটেইনমেন্ট জোন এর মধ্যে বাস করছেন তারা এখনই কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন না। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি স্নাতকোত্তর ও গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে ফলে পারস্পরিক দূরত্ব বিধি মেনে তাদের হাজির হওয়া টা অসুবিধা হবে না । চাকরি ও পড়াশোনার কথা ভেবে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের আসতে দেওয়া যেতে পারে।

তবে পুরো বিষয়টি প্রতিষ্ঠান প্রধানের উপর নির্ভর করছে। করণা পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি পড়ুয়াদের জন্য আলাদা পরিকল্পনা রাখার কথা আচরণবিধিতে বলেছে ইউজিসি। একান্ত প্রয়োজন হলে হোস্টেল খোলা যেতে পারে। তবে হোস্টেলের এক ঘরে একাধিক পুরুয়া না থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।