কলকাতা ব্যুরো: ইউজিসি-র আপত্তিতে স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিলো রাজ্য। কলকাতা বিশ্ববিদ্যালয় চেয়েছিলো, পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ২৪ ঘন্টা সময় দিতে। যা নিয়ে আপত্তি তুলেছিলো ইউজিসি। তারা রাজ্যেকে সাফ জানিয়েছিলো, ২৪ ঘন্টা নয়, পরীক্ষার জন্য সময় দেওয়া যাবে বড়জোর ২-৩ ঘন্টা।

ইউজিসি-র ওই নির্দেশ পাওয়ার পর সিদ্ধান্ত বদল করে কলকাতা বিশ্ববিদ্যালয় জানায়, অনার্স ও পাসের ফাইনাল সেমিস্টারের জন্য সময় দেওয়া হবে আড়াই ঘণ্টা। তারমধ্যে দুই ঘন্টায় হবে পরীক্ষা। ১৫ মিনিট প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য এবং ১৫ মিনিট উত্তর পত্র আপলোড করার সময় ধরে মোট আড়াই ঘন্টার মধ্যে খাতা জমা দিতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version