এক নজরে

#MaharastraCrisis : কোন্দল থামাতে আসরে উদ্ধব-জায়া

By admin

June 26, 2022

কলকাতা ব্যুরো: রাজনৈতিক সংকট সমাধানে মাঠে নামলেন উদ্ধব-স্ত্রী রেশমী ঠাকরে। রাজ্যের বিদ্রোহী সেনা বিধায়কদের ফেরাতে পারেননি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা। তাই এবার অন্যপথে প্রচেষ্টা শুরু করলেন তাঁর স্ত্রী। জানা গিয়েছে বিদ্রোহী বিধায়কদের স্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। যাতে স্ত্রীরা তাঁদের স্বামীদের বোঝায়। অন্যদিকে উদ্ধব ঠাকরেও নাকি গুয়াহাটিতে থাকা বেশ কয়েকজন বিধায়ককে মেসেজ করেছেন।

শনিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জাতীয় কার্যকরী সমিতির একটি বৈঠক ডাকেন। সেখানে একটি সংকল্প গৃহীত হয়। নির্বাচন কমিশনকে সেই সংকল্প পাঠানো হয়েছে। তাতে জানানো হয়, অন্য কোনও রাজনৈতিক দল ‘শিব সেনা’ এবং প্রয়াত বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে পারবে না। এদিকে বিদ্রোহী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন, তিনি দল গড়লে তাঁর নাম হবে ‘শিব সেনা বালাসাহেব’। গুয়াহাটিতে ব়্যাডিসন ব্লু হোটেলে তাঁর আশ্রয়ে প্রায় ৫০ জন বিধায়ক রয়েছেন। এঁদের মধ্যে বেশির ভাগ শিবসেনা বিধায়ক এবং বাকিরা নির্দল বিধায়ক।

মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা ২৮৭। এর মধ্যে আস্থা ভোটে জয়ী হতে হলে অন্ততপক্ষে ১৪৪টি আসন থাকতে হবে। বর্তমানে মহারাষ্ট্রে শিব সেনা, এনসিপি এবং কংগ্রেস জোট মহা বিকাশ আঘাদির কাছে মোট ১৬৯টি আসন আছে। এখন শিন্ডের সঙ্গে থাকা বিধায়কেরা ইস্তফা দিলে এমভিএ সংখ্যাগরিষ্ঠতা হারাবে। বিপাকে পড়বে শিব সেনার নেতৃত্বে থাকা সরকার। ইতিমধ্যে ডেপুটি স্পিকার শিন্ডে-সহ ১৬ জনকে শোকজ নোটিস পাঠিয়েছেন। তাঁদের ২৭ জুনের মধ্যে উত্তর দিতে হবে।

সূত্রের খবর, শুক্রবার রাতে প্রায় ৪ ঘণ্টার মতো বা তার কিছু বেশি সময় গুয়াহাটিতে ছিলেন না একনাথ শিন্ডে। গুজরাতে বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করে ফিরে যান অসমের হোটেলে। এই বৈঠকে ছিলেন অমিত শাহও।