এক নজরে

কিশোরীকে হেনস্থার অভিযোগে দুই যুবক গ্রেফতার

By admin

March 04, 2021

কলকাতা ব্যুরো- কলকাতায় কিশোরীকে হেনস্থার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। গড়িয়াহাট এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সাহায্য করার নামে এগিয়ে এসে ওই দুই যুবক কিশোরীর ব্যাগ ছিনতাই করে ও তাকে মারধর করে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, ওইদিন রাতে টিউশন থেকে বেরিয়ে স্কুটিতে মায়ের সঙ্গে পিকনিক গার্ডেনে বাড়ির দিকে যাচ্ছিল ওই কিশোরী। পথে স্কুটিটি খারাপ হয়ে যায়। ফলে গাড়িটি নিয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেন মা-মেয়ে। সেই সময় শেখ ফারদিন আলি ও আশরাফ আলি নামে দুই যুবক তাঁদের সাহায্য করতে এগিয়ে আসে। কিছুক্ষণ স্কুটিটি ঠেলেও দেয় তারা। কিন্তু তাদের আচরণে সন্দেহ হওয়ায়

কিশোরীর মা যুবকদের জানিয়ে দেন, তাঁদের সাহায্যের প্রয়োজন নেই। অভিযোগ, এরপরও ওই যুবকেরা তাঁদের অনুসরণ করে। আচমকা কিশোরীর সঙ্গে থাকা ব্যাগটি টেনে নেওয়ার চেষ্টা করে তারা।অভিযোগ, ব্যাগে দুটো মোবাইল ও বেশ কিছু টাকা ছিল। স্বাভাবিকভাবেই ব্যাগটি দিতে চায়নি কিশোরী। টানাটানি করতেই থাকে অভিযুক্তরা। ফলে রাস্তার উপর পড়ে যায় ওই পড়ুয়া। সেই অবস্থায় কিশোরীকে টানতে টানতে বেশ কিছুটা পথ নিয়ে যায় যুবকেরা। মারধরও করে বলে অভিযোগ।জখম হয় সে। অবশেষে ব্যাগটি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ওইদিন রাতেই গোটা ঘটনা জানিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে।