%%sitename%%

এক নজরে

Talsari Death: প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে সমুদ্রস্নান

By admin

September 26, 2021

কলকাতা ব্যুরো: প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে সমুদ্রস্নান করতে গিয়ে তালসারিতে প্রাণ গেলো ২ যুবকের। মৃত ২ যুবক উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা থাকায় তারা লাগোয়া ওড়িশার তালসারি সৈকতে স্নান করতে নেমেছিলেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় গুলাবের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় শনিবার থেকে সৈকতস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর প্রশাসন। চলছে পুলিশ ও নুলিয়াদের কড়া নজরদারি। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রবিবার দুপুরে দিঘা লাগোয়া ওড়িশার তালসারি সৈকতে চলে যান অনেকে। সেখানে ছিল না তেমন কোনও পাহারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মত্ত অবস্থায় সমুদ্রে নেমেছিলেন অভ্রদীপ বাগাড়িয়া (২২) ও দেবর্ষি সিংহ (২৩) নামে ওই ২ যুবক। তবে সমুদ্র থেকে আর উঠে আসেননি তাঁরা। এরপর দিঘা থানায় বিষয়টি জানানো হয়। দেহের হদিশ পেতে ওড়িশা ও পশ্চিমবঙ্গের সৈকতে শুরু হয়েছে নজরদারি।

অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা থাকায় পর্যটকদের দিঘা ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে মন খারাপ প্রায় সমস্ত পর্যটকের। তবে নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তাঁরা।