এক নজরে

দু’ সপ্তাহ পরেও অপহৃত আইনজীবীর হদিস নেই

By admin

January 05, 2021

কলকাতা ব্যুরো: বারুইপুরের আইনজীবী ক্ষীরোদ প্রসাদ সরদারকে অপহরণ মামলায় পুলিশি তদন্তেই ভরসা রাখল হাইকোর্ট। তবে তাকে খুঁজে পেতে দ্রুত সব ধরণের পদক্ষেপ নিতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।গত ২১ ডিসেম্বর বারুইপুর কোর্টের আইনজীবী ক্ষীরোদ প্রসাদ নিখোঁজ হয়ে যান। পরে ১৬ লক্ষ টাকা তোলা চেয়ে বাড়িতে ফোন আসে। থানায় অভিযোগ জানালেও, তদন্ত সঠিকভাবে হচ্ছে না, তাই সিআইডি তদন্তের দাবি করে হাইকোর্টের দারস্থ হন তার পরিবার।এদিন মামলাকারীর আইনজীবী শঙ্কর প্রসাদ দলপতি বলেন, উপযুক্ত পরিকাঠামো নেই তাই পুলিশি তদন্তে তাদের ভরসা নেই। অভিযোগ, এসপি মিথ্যে রিপোর্ট দিয়েছেন। উপরুন্তু মুক্তিপন চাওয়া হচ্ছে। সরকারি আইনজীবী রানা মুখার্জি জানান, তারা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজ চলছে। জেলা জজ এর জন্য যথেষ্ট।প্রধান বিচারপতি বলেন পুলিশ তদন্ত আপাতত যথেষ্ট। তবে নিখোঁজ আইনজীবীকে খুঁজে পেতে সব ধরণের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও দু সপ্তাহ পরেও কেন এক আইনজীবীকে পুলিশ এখনো উদ্ধার করতে পারলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার প্রতিবেশীরা।