এক নজরে

#AsansolByElection: আসানসোল উপনির্বাচনের আগেই সরানো হলো ওসি ও আইসিকে

By admin

April 08, 2022

কলকাতা ব্যুরো: আগামী সপ্তাহেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার ঠিক আগেই আসানসোলের দুই পুলিশ আধিকারিককে বদলি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লি নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। তাতে স্পষ্ট নির্দেশ, জামুড়িয়া ও আসানসোল দক্ষিণ থানার দুই দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলি করা হচ্ছে। অবিলম্বে তাঁদের কমিশনের কার্যালয়ে দেখা করতে হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় এবং জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে-কে বদলি করা হচ্ছে। তাঁদের জায়গায় নতুন দায়িত্ব কারা নিচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। যদিও কমিশন সূ্ত্রে খবর, তিনজন অফিসারকে কমিশনের তরফে পাঠানো হচ্ছে জেলায়। 

আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন – আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা। নিরাপত্তার কারণে মোট ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। তার মধ্যে বেশি স্পর্শকাতর আসানসোলে ১১৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর। তারই মধ্যে রাজ্য পুলিশের রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

নির্বাচনের পরিপ্রেক্ষিতে গোটা আসানসোলই স্পর্শকাতর। এর আগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রচারে বাধার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধেই নালিশ জানিয়েছিলেন। তার মধ্যে জামুড়িয়া এবং আসানসোল দক্ষিণ থানার আধিকারিকদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিলেন অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারীরা। এই বদলির সঙ্গে তাঁদের অভিযোগের কোনও সম্পর্ক আছে কি না, সে বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে।