এক নজরে

রপ্তানি ও উৎপাদন কে এগিয়ে নিয়ে যেতে দু লক্ষ কোটির প্যাকেজ অনুমোদন করলো কেন্দ্র

By admin

November 11, 2020

কলকাতা ব্যুরো : করণা অতি মারির কারণে উৎপাদন এবং রপ্তানি ক্ষেত্রকে চাঙ্গা করতে দু লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত খবর মূলত দশটি উৎপাদন ক্ষেত্রে এই আর্থিক সহায়তা দেয়া হবে – অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল, বৈদ্যুতিন এবং প্রযুক্তিনির্ভর পণ্য, অটোমোবাইল ক্ষেত্র, টেলিকম নেটওয়ার্কিং পণ্য, ওষুধ, বস্ত্রশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্র, ইস্পাত উৎপাদন যন্ত্র এবং এলইডি টিভি।

করণা থেকে অর্থনীতিকে রক্ষা করতে এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে মে মাসে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি রূপায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্রীয় মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী জাভর একার জানান উৎপাদন ক্ষেত্রে দক্ষতা ও কার্যকরী, পাশাপাশি উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি আমাদের সরকার গুরুত্ব দিতে চায়। আর্থিক বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎপাদন ক্ষেত্রে পাশাপাশি রফতানি ক্ষেত্রে চাঙ্গা করা ও মোদি সরকারের তালিকায় রয়েছে বলে জাভরেকার মন্তব্য করেছেন।