কলকাতা ব্যুরো- সুন্দরবনে সকাল সকাল বাঘের হানা। বাঘের আক্রমণে মৃত্যু হল দুই মৎস্যজীবির। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে দেখা গিয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, সুন্দরবনের ঝড়খালির ৪ নম্বর গ্রামের বাসিন্দা ৩৬ বছরের সমরেশ রায়, জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিন বন্ধুদের সঙ্গে নিয়ে। হঠাৎ জঙ্গল থেকে বাঘ এসে হানা দেয় তাদের দলে। আচমকায় সমরেশ বাবুকে গলায় কামড় দেয় সে। তার বাকি বন্ধুরা কিছুক্ষণ লড়াই চালায় ঐ ঘাতক বাঘের সাথে।
বাঘের মুখ থেকে সমরেশ কে ছিনিয়ে নিয়ে আসে তারা। কিন্তু সমরেশকে ছিনিয়ে নিয়ে আসা হলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এরপর সমরেশ রায় এর মৃতদেহ গ্রামে নিয়ে আসতেই পরিবারের মানুষজন কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সুন্দরবনে কুলতলির তিন বন্ধুকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বছর ৩৫ এর মৎস্যজীবী খাবেনা অতুল বৈদ্য। তার উপরে হঠাৎই আক্রমণ করে বাঘ। তারপর ঘাড়ের মধ্যে আস্ত একটা থাবা দিয়ে জঙ্গলের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে। তার দেহের কোনও খোঁজ পাওয়া যায়নি।এইভাবে বাঘের থাবায় আতঙ্কিত গোটা সুন্দরবনই। তদন্ত শুরু করেছে কুলতলির বনদপ্তর।