এক নজরে

#ParkCircusShootout: দিনে দুপুরে পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলি

By admin

June 10, 2022

কলকাতা ব্যুরো: দিনেদুপুরে পার্কসার্কাস এলাকায় চলল গুলি। মৃত এক পুলিশ কর্মী-সহ ২ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী। মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী। কী কারণে এমন ভয়বাহ কাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, একবছর আগে কাজে যোগ দিয়েছিলেন ওই পুলিশ কর্মী। তাঁর নাম চরুপ লেপচা। পার্কসার্কাসে বাংলাদেশ দূতাবাসের কাছে ডিউটিতে ছিলেন তিনি। এদিকে অ্যাপ বাইকে করে পার্কসার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন দাশনগরের বাসিন্দা রিয়া সিং। অভিযোগ, সেই সময় ওই পুলিশ কর্মী বাইকে থাকা মহিলাকে লক্ষ্য করে গুলি চালান। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

এরপর পুলিশ কর্মী আরও একটি গুলি চালালে সেটি গিয়ে লাগে বাইক চালকের পিঠে। এরপর আরও কয়েক রাউন্ড গুলি চালান তিনি। তারপর নিজের মাথায় গুলি চালায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। দিনে দুপুরে পার্কসার্কাসে বাংলাদেশ দূতাবাসের সামনে এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান স্থানীয়রা। কয়েকমুহূর্ত পর সম্বিত ফিরতেই স্থানীয়রা দেখেন রাস্তায় পড়ে রয়েছে দু’টি দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কড়েয়া থানা এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহ দু’ টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শোনা যাচ্ছে, পুলিশ কর্মীর গলার কাছে ক্ষত চিহ্ন রয়েছে। কিন্তু কেন এভাবে গুলি চালালেন ওই পুলিশ কর্মী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিন ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানিয়েছেন, এক বছর আগে কাজে যোগ দিয়েছিলেন ওই যুবক। তবে কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, “মনে হয় ওই পুলিশ কর্মী ডিপ্রেশনে ভুগছিলেন। সেই কারণেই এই ধরনের ঘটনা। পরপর ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চলেছে। এলাকার সকলে আতঙ্কে।”