কলকাতা ব্যুরো: নিম্নচাপের বৃষ্টিতে ভাসে দক্ষিণবঙ্গ বুধবার থেকে দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা ও সংলগ্ন জেলা গুলি জুড়ে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা আকাশ মেঘে ঢাকা দিনের বেলাতেও অন্ধকার চারদিকে মাঝেমাঝেই রাস্তায় চলাচল করি গাড়ি হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাকে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে বুধবারের পর তা আরো শক্তি বৃদ্ধি করেছে। ফলে হালকা থেকে ভারী বৃষ্টি চলছে বিভিন্ন জেলায়।


রাত ভোর বৃষ্টিতে দুই মেদিনীপুর, সুন্দরবন লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়ার বহু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ এর বিভিন্ন অংশ রাতের বৃষ্টিতে কোথাও কোথাও জল দাড়িয়ে যায়। যদিও দিনের বৃষ্টির পর কলকাতা শহরে জল দাঁড়িয়ে থাকার কোনো খবর নেই। কিন্তু মেদিনীপুরের দাঁতন, নন্দীগ্রাম, হলদিয়া, নারায়ণগড়, খড়গপুর সহ আশপাশে এলাকায় টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা হয়েছে। এলাকার নদীগুলির বাড়ছে জল।


নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে অবস্থান করছে। তবে এটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারের উপর দিয়ে বয়ে যাচ্ছে। যার ফলে বুধবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়ছে । শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । ফলে এখন কয়েকদিন মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version