এক নজরে

#KMC : কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে চাকরির প্রতারণা চক্র

By admin

July 16, 2022

কলকাতা ব্যুরো: আবারও চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এবার কলকাতা পুরসভার (KMC) সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই-মেল আইডি তৈরি করে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎের অভিযোগ উঠলো। লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে। নদিয়ার রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।

তদন্তকারীরা জানান, হরিহর প্রসাদ মণ্ডল নামে কলকাতা পুরসভার (KMC) সেক্রেটারির তরফ থেকে অভিযোগ পান তাঁরা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ। তদন্তকারীদের দাবি, এই ধরনের প্রতারণা চক্র রানাঘাট থেকে চালানো হচ্ছে বলে খোঁজ পাওয়া যায়। সেইমতো তদন্ত শুরু হয়।

জানা গিয়েছে, ধৃত দুই যুবক কলকাতা পুরসভার (KMC) সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই-মেল আইডি তৈরি করে। ওই ই-মেল আইডি থেকে একাধিক ব্যক্তিকে মেল পাঠানো হয়। ওই ই-মেলের মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিত দু’জনে। তার বিনিময়ে বিপুল পরিমাণ টাকাও হাতিয়ে নিত তারা। সেই অভিযোগে শুক্রবার রানাঘাট থেকে দুই যুবককে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতেরা হল অভিজিৎ সাধু এবং রকি মৃধা। বছর সাতাশের অভিজিৎ রানাঘাটের নারায়ণপাড়ার বাসিন্দা।

৩০ বছর বয়সি রকি মৃধা তাহেরপুরে থাকে। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করবেন বলেই আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ আধিকারিকরা।