এক নজরে

তপসিয়া যুবক খুনে গ্রেপ্তার ২

By admin

September 06, 2020

কলকাতা ব্যুরো: তপসিয়ার বামনপাড়ায় যুবক খুনে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। একজন মৃত যুবক অভিজিৎ রজকের কাকা, অন্যজন বৌদি। তাদের বিরুদ্ধে পুলিশকে তদন্তে বিভ্রান্ত করার অভিযোগ ও রয়েছে। একইসঙ্গে বৌদির সঙ্গে ওই যুবক বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরির প্রস্তাব দিতো বলেও অভিযোগ রয়েছে।