কলকাতা ব্যুরো : কান্ড বলে কান্ড! ভয়ংকর কান্ড! এমন ব্যাপার স্যাপার আমেরিকা দেখিনি আগে। কিছুদিন বাদেই আমেরিকার নির্বাচন। আর নবরাত্রি তো শুরু হয়ে গেছেই। এই ফাঁকে আমেরিকার হিন্দু ভোট টানার জন্য কমলা হ্যারিস কে মা দুর্গা এবং প্রেসিডেন্ট ট্রামপকে কে একেবারে অসুর সাজিয়ে ফেলল কমলার বনঝি মিনা হ্যারিস। যদিও পরে অবশ্য তিনি সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন।

কি ছিল সেই টুইট। কমলা হ্যারিস দূর্গা। সিংহ জো বাইডেন। জো বাইডেন কাঁধে চেপে মা দুর্গা সেজে অসুর রুপি ট্রাম্প বধ করছেন কমলা। ত্রিশূল বিঁধিয়ে দিয়েছেন ট্রাম্পের দেহে। আমেরিকা জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। ছি ছি করে উঠেছেন আমেরিকার নেটিজেন সমাজ। এ কি অভ্যভতা ! মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মুখ বসিয়ে দেওয়া হয়েছে কি না দুর্গার মুখে? এ তো চরম ধর্মীয় আঘাত ! ক্ষোভে ফেটে পড়েন খোদ হিন্দুরাই। বোঝো কাণ্ড ! কেউ কেউ তো দেবীর কাছে প্রার্থনা ও করে ফেলেছেন দেবী যেনো ভোটে গো হারা হারিয়ে দেন ডেমোক্র্যাটদের। ভালো মনে মিনা হারিস কোথায় ডেমোক্র্যাট ভোট টানবেন তা না এক্কেবারে উল্টো ফল !