কলকাতা ব্যুরো : ট্রাম্প যুগের কি তবে অবসান হতে চলেছে? মসনদে কি বসতে চলেছেন জো বিডেন? এমনটাই ইঙ্গিত মিলছে ভোট পূর্ববর্তী সমীক্ষায়। সিএনএন-এর সমীক্ষায় দেখা যাচ্ছে অন্তত ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকবেন বিডেন। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪২ শতাংশ মানুষ। অন্যদিকে বিডেনের পক্ষে ভোট গেছে ৫২ শতাংশ। এমনকি পোস্টাল ও আর্লি ব্যালোতেও ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে আছেন বিডেন ও কমলা হ্যারিস।
ট্রাম্পের ভোট কমার একটাই উত্তর- কোভিড ১৯। এখনো পর্যন্ত আমেরিকায় প্রায় দু লক্ষ ছত্রিশ হাজার মানুষ করোনায় মৃত। করোনা আটকাতে ট্রাম্প যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই সমীক্ষায় তাই উঠে আসছে। নিজে আক্রান্ত হয়েছেন এবং একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এই ব্যাপারটা একেবারেই ভাল চোখে নেয়নি সাধারণ আমেরিকানরা। তারই ইঙ্গিত মিলেছে সিএনএন সমীক্ষায়। নিউইয়র্ক টাইমসের শিরোনামে নিউইয়র্ক টাইমস পরিষ্কার বলেছে যে পদ্ধতিতেই সমীক্ষা হোক না কেন ফোন বা অনলাইন সর্বত্রই এগিয়ে থাকছেন বিডেন।
অন্যদিকে ফিফটি ফাইভ নামক একটি সংস্থার রিপোর্টে উঠে এসেছে ৬৭ মার্কিন নাগরিক উদ্বিগ্ন করোনা নিয়ে। আর সেই কারণেই ৫৭.২ শতাংশ মানুষ ট্রাম্পের তৎপরতাকে পর্যাপ্ত মনে করছেন না। ওয়াশিংটন পোস্ট এই একই কথা পুনরাবৃত্তি করেছে। করোনাকালে প্রশাসনিক ব্যর্থতা ট্রাম্প জামানার কি পতন ঘটাবে ? ভবিষ্যতই সে কথা বলতে পারে।