কলকাতা ব্যুরো : ট্রাক উল্টে মৃত্যু হলো দুই যুবকের। গুরুতর জখম হন এক মহিলা। ঘটনাটি ঘটেছে আজ সকালে সম্প্রীতি উড়ালপুলে। পুলিশ সূত্রে খবর আজ সকাল সাড়ে ৬টা নাগাদ আনাজ বোঝাই করে একটি ট্রাক বজবজ থেকে কলকাতা আসছিল। জলখুরার কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকে শেখ আখতার ও শেখ আসগর নামে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের প্রাথমিক অনুমান ছোটো ট্রাকে প্রচুর আনাজ অনার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। চালকের কেবিনে মৃত দুই ভাই এর সঙ্গে তাদের মা ও ছিলেন। তিনি গুরুতর জখম হন।