কলকাতা ব্যুরো : টিআরপি বাড়ানোর জন্য টিভি চ্যানেল গুলির কারচুপির কথা আগেই জানাজানি হয়েছে। এবার এই নিয়ে সক্রিয় হল রেটিং সংস্থা – ব্রডকাস্ট অডিয়েন্সেস রিচার্জ কাউন্সিল। সংস্থার তরফে জানানো হয়েছে তিন মাসের জন্য টিভি চ্যানেল গুলির সাপ্তাহিক রেটিং বন্ধ রাখছে তারা। বি এ আর সির আধিকারিক এদিন জানিয়েছেন বেশ কয়েকটি সংবাদ চ্যানেল এর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রেটিং বাড়ানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক টিআরপি মূল্যায়ন ব্যবস্থা কোন গোলযোগ আছে কিনা তা দেখা খুবই জরুরী।

বর্তমান পদ্ধতিতে কোনও ত্রুটি রয়েছে কিনা অথবা কোন পরিবর্তনের দরকার আছে কিনা সেটাও পর্যালোচনা করা হবে। এর জন্য ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগতে পারে। বি এ আর সি র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে ইংরেজি, হিন্দি এবং আঞ্চলিক ভাষার সংবাদ এবং ব্যবসা সংক্রান্ত খবরের চ্যানেল গুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত এদিন থেকেই চালু করা হয়েছে। বি এ আর সি এই সময়ের মধ্যে ওই চ্যানেলগুলির রেটিং আলাদা করে প্রকাশ করবে না।

তবে সামগ্রিকভাবে রাজ্য ও ভাষার ভিত্তিতে মোটামুটি কত দর্শক সংখ্যা হচ্ছে তা প্রকাশ করা হবে। টিভি চ্যানেল গুলির সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এন বি এ ) এদিন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি রজত শর্মা জানিয়েছেন সংবাদ চ্যানেল গুলির টিআরপি নিয়ে ইদানিং কিছু খবরের জন্য কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের সংগঠনের সদস্যদের উপরেও চাপ এসেছে। এই পরিস্থিতিতে বি এ আর সির পদক্ষেপ সাংবাদিকতার আদর্শ এবং মূল্যবোধ রক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত।

Share.
Leave A Reply

Exit mobile version