%%sitename%%

এক নজরে

Sushmita Dev: সুস্মিতা দেবকেই রাজ্যসভার প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস

By admin

September 14, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যসভায় মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমৃলের তরফ থেকে সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের নাম ঘোষণা করা হয়। সম্প্রতি কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুস্মিতা দেব। এই মুহূর্তে তাঁকে ত্রিপুরা অসম-সহ নর্থ ইস্ট-এর রাজ্যগুলিতে দলের সংগঠন বিস্তারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেইমতো ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে রয়েছেন সন্তোষমোহন দেবের কন্যা। এবার তাঁকেই রাজ্যসভার প্রার্থী করে চমক দিল তৃণমূল কংগ্রেস। তবে এটা ফুল টার্ম নয়, ছয় বছরের মধ্যে সুস্মিতা পাচ্ছেন মেরেকেটে ২২-২৩ মাসের টার্ম। ২০২৩ সালের জুন-জুলাইয়ের মধ্যে এই টার্ম শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, মানস ভুঁইয়া রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই আসনটি খালি হয়। আর সেই আসনেই সম্প্রতি উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেইমতো মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে সুস্মিতা দেব-এর নাম ঘোষণা করা হয়েছে।

নাম ঘোষণার পর সুস্মিতা বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন তা মাথা পেতে নেব। আমি প্রথম দিন থেকে বলেছি, পদ নয় সংগঠনের হয়ে কাজ করাই আমার প্রাথমিক লক্ষ্য। আমি বরাবরই মাটির সঙ্গে যুক্ত থেকে কাজ করতে ভালোবাসি। এরপর দলনেত্রী মনে করেছেন আমাকে সাংসদ হিসাবে দায়িত্ব দিয়ে দিল্লি পাঠালে দলের বার্তা সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে। আমি সেই দায়িত্বও মাথা পেতে নিতে প্রস্তুত।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-সহ রাজ্যসভার ফাঁকা ছ‘টি আসনে উপনির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, তামিলনাড়ুর দু‘টি আসন এবং পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের একটি করে আসনে ৪ অক্টোবর ভোট হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। ২৭ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, সুস্মিতা দেবকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করতে পেরে দল গর্বিত। দলীয় সূত্রে খবর, এখন সুস্মিতাকে ত্রিপুরার সংগঠনে কাজে লাগানো হয়েছে। সেখানে সুস্মিতা ম্যাজিক দেখালেও তাঁকে উত্তর–পূর্ব রাজ্যে পড়ে থাকতে হচ্ছে। আর ওই রাজ্যে বিপ্লব দেব সরকার তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ নামিয়ে আনছে। তাই রাজ্যসভার সদস্য হয়ে গেলে সুস্মিতা সেখানে আরও নিরাপদে সংগঠনকে মজবুত ভিতের উপর দাঁড় করাতে পারবেন বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হল রাজনীতিতে আরও বেশি করে মহিলাদের ক্ষমতায়ন করা। তাতেই সমাজের ভালো হবে এবং অনেক বেশি কিছু করা যাবে।’‌ এই খবর পেয়ে খুশি সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতাও। মানস ভুঁইয়া বিধায়ক হওয়ায় রাজ্যসবার পদটি খালি হয়। সেখানের নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেখানে সুস্মিতা দেবকে তুরুপের তাস করল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে।