কলকাতা ব্যুরো: বনধের নামে কোনও রকম অরাজকতা বরদাস্ত করা হবে না। বনধকে অস্ত্র করে সন্ত্রাসের চেষ্টা করলে কড়া হাতে মোকাবিলা করা হবে। রবিবার এভাবেই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে তাঁর আশ্বাস, আগামিকাল রাস্তায় পর্যাপ্ত যানবাহন থাকবে, যাতে পরিবহণের কোনও সমস্যা না হয় সেদিকে সরকার নজর রাখবে।

ফিরহাদ জানান, প্রশাসনিক ভাবে এই অনৈতিক বনধের মোকাবিলা করা হবে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। বনধের দিন বিকেল চারটের সময় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা সদর ও ব্লকে ব্লকে বন্‌ধের বিরুদ্ধে এবং উন্নয়ন ও শান্তির পক্ষে মিছিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ।

ফিরহাদের বক্তব্য, পুরভোটে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। প্রশাসন কড়া হাতে মোকাবিলা করেছে। কোনও রকম অন্যায় বরদাস্ত করেনি। আগামিকাল একই ভাবে বনধের মতো কর্মনাশা পদক্ষেপের বিরোধিতা করবে সরকার।

পাশাপাশি ফিরহাদ আরও বলেন, আগামীকাল সাধারণ মানুষকে ভয় না পেয়ে রাস্তা বেরোতে বলব। দোকানপাট খোলা রাখতে বলব। পরিবহণ পরিষেবা যেমন রাজ্য সরকারের তরফে সক্রিয় রাখা হবে। তেমনই বেসরকারি পরিবহণ মালিকদেরও বলব রাস্তায় গাড়ি নামাতে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বনধ সংস্কৃতি তুলে দিয়েছেন। এ রাজ্যে বনধ সংস্কৃতিকে আর জায়গা দেওয়া যাবে না। ভোটের ময়দানে না পেরে বাংলায় অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। তাই তারা ভোটের ময়দানে হার নিশ্চিত জেনেই বনধের ডাক দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version