কলকাতা ব্যুরো: লকডাউন এবং করোনা আবহে বেসরকারি পরিবহন শিল্পে কেন্দ্রের কাছে আবেদনের পরেও কোন আর্থিক প্যাকেজ না আসায় আন্দোলনের হুঁশিয়ারি দিল বাস মালিকদের সংগঠন। কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজ চেয়ে আগেই আবেদন করা হয়েছিল পরিবহন শিল্পের যুক্ত কর্মীদের তরফে। কিন্তু এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো রকম মতামত জানায়নি কেন্দ্র। এই অবস্থায় সময় বেঁধে দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল বাস মিনিবাস মালিকদের সংগঠন। এই আন্দোলনে শুধু একটি নয়, রাজ্যের পাঁচটি বাস- মিনিবাস এর কর্মী, মালিকদের সংগঠন লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
রাজ্য বাস এন্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেছেন, দেশ আনলক হওয়ার পর বর্তমান করোনা আবহের মধ্যে ৯০ শতাংশ পরিষেবা চালু রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যে আর্থিক প্যাকেজ চেয়ে আবেদন করেছিলাম, সে ব্যাপারে এখনো কোনো উত্তর আসেনি।
এর মধ্যে কেন্দ্রের কোন জবাব না পেলে, রাজ্যের সবকটি পরিবহন সংগঠন একত্রিত হয়ে আগামী মাস থেকে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রাজ্যে বাস পরিবহন এর সঙ্গে যুক্ত বেসরকারি পরিবহনের ক্ষেত্রে প্রায় পাঁচ লক্ষ মানুষ লকডাউনে এই শিল্প বন্ধ থাকায় চরম আর্থিক এর মধ্যে ভুগছেন।