এক নজরে

রাজ্যের প্রথম চলন্ত ট্রাম লাইব্রেরী কলকাতায়

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো: রাজ্য প্রথম চলন্ত লাইব্রেরী বইপ্রেমীদের উপহার দিল কলকাতা ট্রাম কোম্পানি। বৃহস্পতিবার উদ্বোধন করা হয় এই লাইব্রেরির। শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রতিদিন সাড়ে চার কিলোমিটার রাস্তা পাড়ি দেবে এই চলন্ত গ্রন্থাগার। কলেজস্ট্রিট এলাকা হয়ে চলবে এই গ্রন্থাগার। এই পথের মধ্যে প্রায় ৩০-৩২ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্কটিশ চার্চ কলেজ, হেয়ার স্কুল সহ আরো বহু নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ট্রাম কোম্পানি সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র উপন্যাস বা ম্যাগাজিন নয়, যেসব পড়ুয়ারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের কথা ভেবেও ট্রাম লাইব্রেরীতে বইপত্র রাখা হচ্ছে। ডাব্লুবিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য একেবারে সমসাময়ীক বিষয়ের উপর বইপত্র রাখা থাকবে এই ট্রাম লাইব্রেরীতে।

ছবি- কুন্তল চক্রবর্তী

এখানে বই দেখা, বই পড়ার ব্যবস্থা থাকছে ফ্রি ওয়াইফাই এর মাধ্যমে। ফলে ই-বুক পড়া বা দেখা কোন সমস্যাই হবে না। ১৯০২ সাল থেকে কলকাতার গর্ব এই ট্রাম তার কৌলিন্য হারাতে বসেছে শহরের রাস্তায় অন্যান্য গাড়ির সংখ্যা বাড়তে থাকায়। বহু ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র রাস্তার যানজট কমানোর অজুহাতে। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ট্রাম কোম্পানির উদ্যোগকে একেবারেই অভিনব হিসেবে মানছে বইপ্রেমীরা। এদিন একেবারে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই ট্রাম লাইব্রেরি উদ্বোধন হয়। কোভিদ পরিস্থিতিতে সংস্থার কর্তারা এর উদ্বোধন কর্রত