কলকাতা ব্যুরো: রবিবারের বিকেলে বালিগঞ্জ সার্কুলার রোডে মর্মান্তিক দুর্ঘটনা। বিলাসবহুল গাড়ি পিষে মারল পথচারীকে। রক্তে ভেসে গিয়েছে রাস্তা। ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বালিগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে।

রবিবার বিকেলে এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাচ্ছিল বিলাসবহুল একটি গাড়ি। চালকের আসনে ছিল বছর ১৯ এর এক যুবক। নাম সুরেশ। দ্রুতগতিতে বালিগঞ্জ সার্কুলার রোডে যাওয়ার সময় আচমকা রাস্তায় পাশে রাখা দুটি গাড়িতে পরপর ধাক্কা দেয় ওই গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় রাস্তার পাশে থাকা একটি গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘাতক গাড়িটিও। সেই সময় ফুটপাথ ধরে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁর নাম ষষ্ঠী দাস। বেপরোয়া গতিতে ঘাতক গাড়িটি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বাড়ি পিকনিক গার্ডেন এলাকায়। কাজের জন্য বালিগঞ্জ সার্কুলার রোডে গিয়েছিলেন তিনি। পাশাপাশি তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত সুরেশকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় তার গাড়ির গতিবেগ কত ছিল। গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version