কলকাতা ব্যুরো: পর্যটকদের জন্য সুখবর। আরও সস্তা হলো টয় ট্রেন সফর। সঙ্গে থাকছে আরাম করে এসি কোচে বসে পাহাড় দেখার সুযোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার একধাপে অনেকটাই ভাড়া কমছে টয় ট্রেনের। জানা গিয়েছে এবার কম ভাড়াতেই এসি কোচে চেপে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছনো যাবে হবে। অন্যদিকে দার্জিলিং জয় রাইডে এবার থেকে থাকছে কাঁচে মোড়া ভিস্তাডোম কোচ (Vistadome Coach )। সেই কোচে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবছর থেকেই শুরু হচ্ছে সামার ফেস্টিভ্যাল ( Summer Festival )।

পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণের তালিকায় বরাবরই থাকে ট্রেনে চেপে আঁকাবাঁকা পাহাড়ি পথে দার্জিলিং ভ্রমণ। কিন্তু মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যটকের ইচ্ছে থাকলেও উপায় হয় না। তাই পর্যটকদের কথা মাথায় সামান্য টাকায় টয় ট্রেনের রোমাঞ্চকর সফরকে চাক্ষুস করার সুযোগ করে দিচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।।পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এখন থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেনে দুটি প্রথম শ্রেণীর কোচের পরিবর্তে জোড়া হচ্ছে বাতানুকূল কোচ। সেই সঙ্গে থাকবে একটি ভিস্তাডোম কোচ।  অন্যদিকে, দার্জিলিং স্টেশন থেকে ঘুম হয়ে ফের দার্জিলিং স্টেশন পর্যন্ত জয় রাইড পরিষেবায় জুড়বে তিনটি ভিস্তাডোম কোচ। 

তবে এখানেই শেষ নয়। পর্যটকদের কাছে টয় ট্রেনের আকর্ষণকে আরও বাড়াতে এক ধাক্কায় কম করা হয়েছে। টয় ট্রেনে আগে এনজেপি-দার্জিলিং পর্যন্ত এসি কোচে ভাড়া ছিল মাথা পিছু ১৭২০ টাকা। এখন তা কমিয়ে ১৫০০ টাকা করা হলো। পাশাপাশি ফার্স্ট ক্লাস কোচে ভাড়া ছিল ১৬০০ টাকা। এখন তা করা হলো ১৪০০ টাকা।  

জয় রাইডের ভাড়া

জয় রাইড (স্টিম ইঞ্জিন)- এখন ভাড়া ১৫০০ টাকা মাথাপিছু
জয় রাইড (ডিসেল ইঞ্জিন)- ১০০০ টাকা করা হয়েছে। এই ভাড়া আগে আগে ১৬০০ ও ১৫০০ টাকা ছিল।

বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ADRM। তিনি জানান, পর্যটকদের সুবিধার জন্য ও আরও লোকজনকে টয় ট্রেনমুখী করতে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান ১ মার্চ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে সামার ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। শিলিগুড়ি জংশন, কার্শিয়াং, ঘুম ও দার্জিলিং স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামার ফেস্টিভ্যাল আয়োজন করা হবে। স্টেশনগুলিতে স্থানীয় শিল্পীদের নিয়ে গান, নাচ সহ বেশ কিছু অনুষ্ঠান করা হবে। তবে ভিস্তাডোম কোচের সংযোজনের ফলে টয় ট্রেনের প্রতি মানুষের আরও ঝোঁক বাড়বে বলে আশায় রয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version