কলকাতা ব্যুরো: ফের লাইনচ্যুত টয় ট্রেন (Toy Train)! শনিবার দুপুরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই একটি টয় ট্রেন (Toy Train) লাইনচ্যুত হয়। ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শনিবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। দীর্ঘক্ষণ ওই টয় ট্রেনটি (Toy Train) লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে।

দুর্ঘটনার জেরে বিপাকে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে টয় ট্রেনের (Toy Train) দুটি কামরা মিলিয়ে মোট ২৮ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে পাঠানো হয় রিকভারি ভ্যান। রিকভারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে। এরপর বিকেল নাগাদ টয় ট্রেনটি (Toy Train) ফের তিনধারিয়ায় পৌঁছয়। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা টয় ট্রেনটি বেলাইন পরিস্থিতিতে থাকে। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার লাইনচ্যুত হলো টয় ট্রেন। ইতিমধ্যে ডিএইচআর-এর যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই প্রসঙ্গে বলেন, টয় ট্রেন (Toy Train) লাইনচ্যুত হয়েছে বলে শুনেছি। তবে সেটিকে ফের লাইনে তোলা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কেন এরকম ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version