কলকাতা ব্যুরো: শিলং বা চেরাপুঞ্জির মতো প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র এবার বন্ধ হয়ে যাচ্ছে। করোনার তীব্রতায় মেঘালয় সরকার ২৩ এপ্রিল থেকে সে রাজ্যে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে এই সময়ের মধ্যে যারা মেঘালয় বেড়াতে গিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব বেরিয়ে আসবেন। তারপরে আর কোন পর্যটককে মেঘালয় ঢুকতে দেবেনা সে রাজ্যের সরকার।
গতবছর উত্তর-পূর্বের এই রাজ্য প্রথম থেকেই করোনা ঠেকাতে প্রবল সর্তকতা জারি করেছিল। আতঙ্ক এখানে এতটাই বেশি ছিলো, গত বছরের এপ্রিল মাসে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে শপথ নেওয়ার পরেই কোয়ারান্টিনে যেতে হয়েছিল। কিন্তু তারপরেও সে রাজ্যে করোনায় খুব বেশি প্রভাব পড়েছিল তেমন নয়।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত বছর ১১৪ দিনে ৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। অথচ এ বছরে সম সংখ্যক মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন মাত্র ২৫ দিনে। এই তথ্য থেকেই স্পষ্ট করোনার দ্বিতীয় ঢেউ কতটা তীব্র আকারে ছড়িয়ে পড়েছে দেশে। ফলে সেখানকার সরকারি অফিসে ৫০% লোক নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। লোকজনকে প্রয়োজন না থাকলে ঘর থেকে বেরোতে নিষেধ করেছে মেঘালয় সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version