কলকাতা ব্যুরো: আজ বিহার বিধানসভার দ্বিতীয় দফায় নির্বাচন। ১৭ জেলার ৯৪ টি আসনে ভোট গ্রহণ হবে আজ। বিরোধী আরজেডি, কংগ্রেস এবং বাম জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন রাঘোপুর কেন্দ্র থেকে। তার দাদা তেজেন্দ্র প্রতাপের ভাগ্যও আজ নির্ধারিত হবে। তিনি লড়ছেন হাসনপুর কেন্দ্র থেকে। এ ছাড়াও আজ নীতিশ কুমার মন্ত্রিসভার চার জন সদস্যের ভাগ্য নির্ধারণ হবে আজ।দ্বিতীয় দফায় ভোটে মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১৫০০। ভোটার সংখ্যা প্রায় ২ কোটি ৮৫ লাখ।