এক নজরে

আজ সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনে

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো: বিহারে নির্বাচন শেষের মুখেই এ রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু করে দিলো নির্বাচন কমিশন। আজ জাতীয় নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে।এই বৈঠক শেষ হলেই মঙ্গলবার জেলাগুলির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। জেলায় জেলায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে অফিসারদের সঙ্গে কথা বলার জন্য ওই বৈঠকে উপস্থিত থাক তে পারেন জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির অফিসাররাও। ভার্চুয়াল ওই বৈঠকে থাকবেন রাজ্যের নির্বাচনের সঙ্গে যুক্ত অফিসাররাও।একদিকে ২০২১ এর এপ্রিল-মে মাসে নির্বাচনে সম্মুখ সমরে শক্তিশালী দুই দল। যাদের একজন রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার জন্য ময়দানে নামবে। আর অন্যদল এমনিতেই কেন্দ্রে শাসন ক্ষমতায় রয়েছে। আবার রাজ্যে গত লোকসভা ভোটে ৪২ এর মধ্যে ১৮ টি আসন জয় করে আত্মবিশ্বাসে ভরপুর। এই অবস্থায় করোনা বিধি মেনে নির্বাচন করা একটা অন্যতম চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের।ফলে বিহারে নির্বাচন শেষের পরেই এবার বাংলায় নজর বাড়াচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে আগামী এপ্রিল বা মে মাসেই নির্বাচন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। আর সে সময় বিহারের মতোই করোনা বিধি মেনে ভোট করাতে হবে বলেও একরকম ধরে নিচ্ছে নির্বাচন কমিশন।