এক নজরে

রাস্তা ও সেতু মেরামত নিয়ে আজ বৈঠক নবান্নে

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো: কলকাতাই হোক বা জেলা। বহু এলাকার রাস্তারই বেহাল দশা। পুজোর আগেই রাস্তা ও সেতুগুলো মেরামত করা হবে বলে আগেই জানিয়েছিলো রাজ্য। আজই এনিয়ে জেলাগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক বসতে চলেছে রাজ্যের পূর্ত দপ্তর। জানা গিয়েছে, বেলা একটা থেকে অনুষ্ঠিত ওই বৈঠক। বৈঠক থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে জেলাগুলিকে।