কলকাতা ব্যুরো: কলকাতা মেট্রো চালুতে ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ-র। আজ ফের রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, মেট্রো চালুর সময়ে ভিড় নিয়ন্ত্রণ কিভাবে হবে সেই আলোচনা এখনো সম্পূর্ণ হয়নি। আজকের বৈঠকে তা নিয়েই আলোচনা হবে। এ বিষয়ে রাজ্যের সহযোগিতা চেয়েছে মেট্রো রেল কর্তারা। তারা চান, প্রতিটি মূল প্রবেশ দ্বারে থাকুক রাজ্যের প্রতিনিধিও। স্মার্ট কার্ডের মাধ্যমেই কাটা হোক টিকিট। তাতে কাউন্টারে ভিড় এড়ানো সম্ভব হবে।১৩ সেপ্টেম্বর রাজ্যে রয়েছে নিট পরীক্ষা। রাজ্য চায়, পরীক্ষার্থী জন্য ওই দিন মেট্রো চালানো হোক।