কলকাতা ব্যুরো: আজ মহিষাদলে অরাজনৈতিক সভা করবেন সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের চিঠি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে পাঠিয়ে দিলেও, এখনো পর্যন্ত মুখ খোলেননি শুভেন্দু। গত মাস দেড়েক ধরে তিনি বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতবাহী কথাবার্তা বলে বক্তব্য চালিয়ে গিয়েছেন।
তিনি কোথাও সরাসরি তৃণমূলের নাম মুখে আনেননি। আবার দল ছাড়ার কথাও বলেননি। বলেননী অন্য কোন দলে যোগ দেওয়ার কথা। এই অবস্থার মধ্যেই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।আজ মহিষাদলের সভা থেকে তিনি তাঁর মন্ত্রিসভা ছাড়া নিয়ে কোন কথা বলেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই। তিনি মন্ত্রিসভা ছাড়লেও এখনো তাকে ধরে রাখার জন্যে দৌত্য চালিয়ে যাচ্ছেন কিছু বর্ষিয়ান তৃণমূল নেতা। অন্যদিকে প্রকাশ্যেই তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছেন বিজেপির একাধিক নেতা নেত্রী। তিনি অবশ্য এখনো কোনো কিছুই খোলাসা করেননি। তাই মহিষাদলের সভায় তিনি তার আগামী রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন কিনা, তা নিয়ে কৌতুহল জারি রয়েছে।