কলকাতা ব্যুরো: শুক্রবারও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হবে। এছাড়াও সিকিম ও দুই দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ ফলে এখনও উত্তরে জারি রয়েছে কমলা সতর্কতা ৷

তবে লাগাতার বৃষ্টির কারনে জলস্তর বেড়েছে তিস্তা নদীর। রাস্তার বেহাল অবস্থাও চোখে পড়ছে। ফলে পর্যটক ও সাধারন মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম অব্যবস্থা চোখে পড়ছে। অন্যদিকে বৃষ্টি যত বাড়ছে গাড়ি চলাচলের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। এছাড়া যেকোনও মুহূর্তে ধস নামার ভয় তো রয়েছেই।

বৃষ্টির পরিমাণ যত বাড়ছে ততই বাড়ছে চিন্তা। বর্ষায় পাহাড়ের প্রকৃতি আলাদা হলেও বৃষ্টির জেরে ধস নামার প্রবল সম্ভাবনাই এখন মাথাব্যাথার প্রধান কারন। ট্রেন সকাল সকাল নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলেও গন্তব্যস্থলে পৌঁছতে অনেক দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বৃষ্টির কারনে পাহাড়ে গিয়ে ঘরবন্দী থাকতে হচ্ছে পর্যটকদের।

তবে শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার পাশাপাশি আবহাওয়ার উন্নতি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকার উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ তবে শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়বে । তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

তবে শুক্রবার কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে শহর ও শহরতলীতে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার।

Share.
Leave A Reply

Exit mobile version