কলকাতা ব্যুরো: আজ বাকুড়ায় যাচ্ছেন অমিত শাহ। মূলত জঙ্গলমহলের জেলা গুলিকে নিয়ে সংগঠনের বিষয়ে আলোচনা করবেন বিজেপির এই শীর্ষ নেতা। জঙ্গলমহলের মধ্যে চল্লিশটি বিধানসভার ৩০ টি তেই গত লোকসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। এই অবস্থায় আগামী বিধানসভা ভোটে যাতে কোনো মতেই সেখান থেকে কোন আসন না সরে যায়, উল্টে বাকি আসনগুলোতেও নিজেদের দখলে মরিয়া বিজেপি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মত হেভিওয়েট নেতাকে এনে সাংগঠনিক বৈঠক করাচ্ছে বাকুড়ায় বিজেপি।
বৈঠকের পরে স্থানীয় ব্যক্তির বাড়িতে দুপুরের খাবার খাবেন অমিত শাহ। সে ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন বিজেপির নেতারা। বাঁকুড়ার সভা সেরে অমিত শাহের বিকেলের মধ্যেই কলকাতা ফেরার কথা। কেননা সন্ধ্যায় সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে তার সঙ্গে দেখা করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে অমিত শাহের।দুদিনের সফরের জন্য অবশ্য বুধবার রাতেই কলকাতায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। কয়েকশো সমর্থক ঢোল, ঢাক, ব্যাঞ্জো নিয়ে দলের এই নেতাকে অভ্যর্থনা করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়ের মতো নেতারা। আগামী বিধানসভা ভোটের আগে অমিত শাহের এই বৈঠক দিয়েই দক্ষিণবঙ্গে দলীয় কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাতে চায় রাজ্য বিজেপি।